আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধায় পিতলের মূর্তি, হার ও দুলসহ শহিদুল ইসলাম (২৮) নামে কথিত জ্বীনের বাদশাহ্কে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার গিদারী ইউনিয়নের উত্তর গিদারী গ্রাম থেকে শহিদুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শহিদুল জেলার পলাশবাড়ি উপজেলার পূর্ব- নারায়ণপুর গ্রামের বাদশা মিয়ার পুত্র। সে গুপ্তধন পাইয়ে দেয়ার নামে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা মূলক নানাভাবে জেলা সদরের গিদারী ইউনিয়নের উত্তর গিদারী গ্রামের ফুল মিয়ার স্ত্রী আফরোজা বেগমের কাছে নিজেকে জ্বীনের বাদশাহ্ পরিচয় দেয়। এরপর আফরোজাকে ১টি পিতলের মূর্তি, ১টি হার ও দুল দিয়ে প্রতারণা করে মোবাইল ফোন বন্ধ করে রাখে। এমন অভিযোগের ভিত্তিতে শহিদুলকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর থানা অফিসার ইনজার্জ- খাঁন মোহাম্মদ শাহরিয়ার বলেন, এব্যাপরে থানায় একটি মামলা রুজু পূর্বক আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।
খবর৭১/এস: