মেক্সিকোতে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী বাস দুর্ঘটনা, নিহত ১৮

0
123

খবর ৭১: মেক্সিকোতে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি বাস দুর্ঘটনারকবলে পড়েছে। এতে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গছে। বাসটিতে বিদেশিদের পাশাপাশি স্থানীয় নাগরিকও ছিল। বৃহস্পতিবার (৩ আগস্ট) মেক্সিকোর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, দুর্ঘটনারকবলে পড়া বাসটি মেক্সিকো সিটি থেকে উত্তর সীমান্ত শহর টিজুয়ানার দিকে যাচ্ছিল। বাসটিতে ৪২ জন যাত্রীর মধ্যে ভারত, ডোমিনিকান রিপাবলিক ও আফ্রিকার দেশগুলোর নাগরিকও ছিল।
নায়ারিত রাজ্যের নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। তাছাড়া এ ঘটনায় অন্তত ২৩ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দেশটির কর্মকর্তারা জানিয়েছে, কিছু যাত্রীর গন্তব্য ছিল যুক্তরাষ্ট্রের সীমান্তের দিকে।
মেক্সিকো দিয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে যায় অভিবাসনপ্রত্যাশীরা। প্রায়ই দেশটিতে এ ধরনের বাস দুর্ঘটনার খবর পাওয়া যায়।
মেক্সিকোর বেশির ভাগ সড়ক দুর্ঘটনা মূলত উচ্চ গতি, গাড়ির খারাপ অবস্থা বা চালকের ক্লান্তির কারণে ঘটে থাকে। এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ভেনেজুয়েলা, কলম্বিয়া ও মধ্য আমেরিকার দেশগুলো থেকে আগত অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়লে অন্তত ১৭ জন নিহত।
পরে গত জুলাই মাসে ওক্সাকায় একটি যাত্রীবাহী বাস একটি পাহাড়ি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে গেলে কমপক্ষে ২৯ জন নিহত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here