অস্তিত্বের লড়াই, প্রস্তুত থাকবেন : ওবায়দুল কাদের

0
128

খবর ৭১: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‘সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ আমাদের প্রধান শত্রু। আর এ দুইয়ের বিশ্বস্ত ঠিকানা বিএনপি। আমাদের অস্তিত্বের লড়াই চলছে। আপনারা প্রস্তুত থাকবেন। যে হাত আগুন নিয়ে পোড়াতে আসবে সেই হাত ভেঙে দেবেন। যে হাত ভাঙচুর করতে আসবে সে হাতও ভেঙে দেবেন।’

শনিবার (২২ জুলাই) দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আন্দোলনে ব্যর্থ বিএনপি নির্বাচনেও ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘এদের (বিএনপি) আস্ফালনের জবাব আমাদের দিতে হবে। গত কয়েকদিনে তারা জেলায় জেলায় যে তাণ্ডব শুরু করেছে তার জবাব আমাদের দিতে হবে। তারা গত সাড়ে ১৪ বছরে আন্দোলনে ব্যর্থ হয়ে জ্বালাও-পোড়াও শুরু করেছে। তবে আন্দোলনে ব্যর্থ বিএনপি আগামীতে নির্বাচনেও ব্যর্থ হবে।’

বিদেশিদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ভিসানীতি দেবেন দেন, নিষেধাজ্ঞা দেবেন দেন। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আমরা ডাল-ভাত খেয়ে দিন কাটাবো তবুও কারও কাছে তিনি মাথানত করবেন না। কীভাবে দেশে জনগণের উন্নতি করা যায় তা শেখ হাসিনা জানেন।’

তিনি বলেন, ‘মনে রাখবেন আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। আন্দোলন করে, সন্ত্রাস করে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না। বিগত ৪৮ বছরেও শেখ হাসিনার মতো দক্ষ, জনপ্রিয়, সৎ ব্যক্তির জন্ম বাংলাদেশে হয়নি। বঙ্গবন্ধুর পর তার মতো সাহসী কোনো রাষ্ট্রপ্রধান ক্ষমতায় আসেনি। যতক্ষণ ক্ষমতায় আছেন তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না।’

কবিরহাট সরকারি কলেজে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মো. ইব্রাহিমের সভাপতিত্বে সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here