টাঙ্গাইলে দুই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

0
149

খবর ৭১: টাঙ্গাইলের সখীপুরের কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি এলাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

স্থানীয়দের ধারণা, মধ্য রাতে এ ঘটনা ঘটতে পারে। নিহতরা হলেন, কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে শাহজালাল (৩৫) ও নবু মিয়ার ছেলে মজনু মিয়া (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শাহজালাল বাঘেরবাড়ি বাংলা বাজারে মুদি দোকান ও বিকাশের এজেন্ট ছিলেন। রাতে দোকান বন্ধ করে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মধ্যরাতে একটি নির্জন স্থানে পৌঁছলে দুর্বত্তরা তাদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে।
মরদেহ দুটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলের পাশে তাদের মোটরসাইকেল পড়ে ছিল।
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, পুলিশ পাঠানো হয়েছে। এখনও ঘটনার বিস্তারিত জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here