ভাঙ্গায় মায়ানমারের রোহিঙ্গা হত্যা-নির্যাতনের প্রতিবাদে মানব-বন্ধন

0
618

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদের হত্যা, ধর্ষন, অগ্নি-সংযোগ ও নির্যাতনের প্রতিবাদে মানব-বন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে যুব-সমাজ ও এলাকাবাসীর ব্যানারে ভাঙ্গা- মাওয়া মহাসড়কের সূর্য্য নগর ইলিয়াছ আহমেদ চৌধুরী ডিগ্রী কলেজের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানব বন্ধনকারীরা অভিলম্বে রোহিঙ্গাদের প্রতি সব ধরনের জুলুম- নির্যাতন বন্ধের দাবী জানান।মানবব›ধনকারীরা হাতে হাত রেখে ‘রোহিঙ্গা মুসলিম নিধন বন্ধ কর’’সুচীর নোবেল ফিরিয়ে নাও’’ জাতিসংঘ নিরব কেন’সহ বিভিন্ন শ্লোগান দেয়।এ সময় তারা রোহিঙ্গা নিধন বন্ধ করা সম্বলিত নানা প্লাকার্ড বহন করে। এসময় মহাসড়কে বেশ কিছুক্ষন যাবৎ সব ধরনের যান বাহন চলাচল বন্ধ থাকে।মানববন্ধনে নুর আলম খাঁনের সভাপ্রতিত্বে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক মেজবাহ উদ্দিন ,মিলন মিয়া স্থানীয় ব্যাবসায়ী আওলাদ হোসেন, ছাত্রনেতা জুয়েল শেখ, রাকিব খাঁন ,হেমায়েত ব্যাপারী ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাবসায়ী টোকান মাতুব্বর,বিশ্ববিদ্যালয় ছাত্র মিন্টু পানোয়া,আঃ আহাদ সহ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here