সৈয়দপুরে প্রতারণা মামলার আসামী ইউপি প্যানেল চেয়ারম্যান গ্রেফতার

0
130

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুরে প্রতারণা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী কামারপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (১নম্বর ওয়ার্ড সদস্য) আব্দুল মুয়ীদ ওরফে আলালকে (৩৫) গ্রেফতার করে বুধবার (১২জুলাই) সকালে নীলফামারী জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) রাতে উপজেলার কামারপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করে সৈয়দপুর থানা পুলিশ। গ্রেফতার হওয়া আসামি আব্দুল মুয়ীদ আলাল কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকার আব্দুল কাদের মাস্টারের ছেলে।
পুলিশ জানায়, কামারপুকুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল মুয়াীদ ওরফে আলালের বিরুদ্ধে চলতি বছর প্রতারণার অভিযোগে নীলফামারীর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২ এ একটি মামলা হয়। যার সিআর মামলা নং -৩৬২/২৩ ধারা: ৪২০ ও ৪০৬। ওই মামলায় সে আদালতে হাজিরা না দিয়ে অনুপস্থিত থাকলে আদালতের বিজ্ঞ বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই গ্রেফতারি পরোয়ানাটি তামিলের জন্য আদালত থেকে গত ৪ জুলাই সৈয়দপুর থানায় পাঠানো হয়। আদালতের পরোয়ানাটি হাতে পেয়ে পুলিশ আসামি মুয়ীদকে ধরতে তৎপরতা শুরু করেন। মঙ্গলবার (১১জুলাই) রাতে সোর্সের মাধ্যমে খবর পেয়ে সৈয়দপুর থানার উপ পরিদর্শক (এসআই) আহসান হাবীবের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ কামারপুকুর বাজার থেকে প্যানেল চেয়ারম্যান আব্দুল মুয়ীদ ওরফে আলালকে গ্রেফতার করেন। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো.সাইফুল ইসলাম আসামি আব্দুল মুয়ীদকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here