২২ বছর পর ফের বলিউডে রেচেল শেলি

0
183

খবর৭১: বলিউড পারফেকশনিস্ট আমির খান অভিনীত ‘লগান’ অনেকেই দেখেছেন। এ সিনেমায় আমিরের সেই বিদেশি প্রেমিকাকে মনে আছে নিশ্চয়ই। ‘এলিজাবেথ’রূপী ব্রিটিশ রেচেল শেলি, যিনি ভারতীয় যুবক ‘ভুবন’ আমির খানকে ভালোবেসে ফেলেছিলেন!

‘লগান’র পর তাকে আর দেখা যায়নি। দীর্ঘ ২২ বছর পর আবারও বলিউড সিনেমায় অভিনয় করেছেন এই ব্রিটিশ অভিনেত্রী। সুদীপ শর্মা পরিচালিত ওয়েব সিরিজ ‘কোহরা’-তে দেখা যাবে তাকে।

এরইমধ্যে প্রকাশ হয়েছে এ সিরিজটির ট্রেলার। এটি একটি থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ। শুটিং হয়েছিল কোভিডের সময়।
এ সিরিজে রেচেল শেলিকে নেওয়ার বিষয়ে পরিচালক সুদীপ শর্মা ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আমি এমন একজন ব্রিটিশ অভিনেত্রীকে চেয়েছিলাম, যিনি ভারতীয় শুটিং স্টাইল, কাজকর্মের সঙ্গে পরিচিত। আমার সিরিজের বাজেটও কম ছিল। তাই নামি, ভীষণ খ্যাতনামা কাউকে নেওয়া সম্ভব ছিল না। আর যেহেতু রেচেল এখানে আগে কাজ করেছেন, তাই তার কাছেই গিয়েছিলাম। আর উনি যেহেতু লগানে কাজ করেছেন, তাই জানেন যে এখানে শুটিং কেমন।’

এভাবেই দুই দশকেরও বেশি সময় পর বলিউডে ফিরছেন ‘লগান’র ‘এলিজাবেথ’। নির্মাতা জানিয়েছেন, বিয়ের আগে বিদেশে এক পাঞ্জাবি নাগরিকের মৃতদেহ উদ্ধার ঘিরে এই সিরিজটির গল্প আবর্তিত হয়েছে। ১৫ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।

উল্লেখ্য, ‘লগান’ ছাড়াও ‘দ্য কলিং’, ‘লাইটহাউস’সহ বেশ কয়েকটি ইংরেজি সিনেমায় অভিনয় করেছেন রেচেল শেলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here