আগামী বছর থেকে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

0
127

খবর ৭১ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আগামী বছর থেকে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষা নেওয়া হবে।’শুক্রবার (৭ জুলাই) সকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পরে তিনি যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর গাজীর মায়ের দোয়া অনুষ্ঠানে অংশ নেন।শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী পরীক্ষাগুলোতে পূর্ণাঙ্গ না হলেও অন্তত পূর্ণবিন্যাস সিলেবাস করা হবে। যারা পুরো ক্লাস পায়নি, শুধুমাত্র তাদের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ডেঙ্গু প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘শুধু শিক্ষা প্রতিষ্ঠানে নয়, বাসা বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।’এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, পৌর প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, কাউন্সিলর মো. আলমগীর গাজী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমা পাটওয়ারী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here