বাবা-মায়ের পর আমার প্রত্যেকটি সাফল্যের পেছনে শাকিবের অবদান: অপু

0
156

খবর ৭১: ঈদুল আজহায় মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। তারমধ্যে অন্যতম অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘লাল শাড়ি’। ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাসসহ দেশের ১২টি হলে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।
শুক্রবার (৩০ জুন) ফেসবুক স্ট্যাটাসে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানান অপু বিশ্বাসের প্রাক্তন স্বামী শাকিব খান। এদিকে অপু বিশ্বাস শাকিবের পোস্ট নিজের ফেসবুক পেজে রিশেয়ার করেছেন। আর ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন— ‘আমার প্রত্যেকটা সাফল্যের পেছনে মা-বাবার পরে তোমার অবদান।’
দাম্পত্য কলহের কারণে শাকিব-অপুর মধুর সম্পর্ক তিক্ততায় রূপ নিয়েছিল, যা বিয়েবিচ্ছেদের মধ্য দিয়ে শেষ হয়। তবে দূরত্ব ভুলে ফের মধুর হচ্ছে এ জুটির সম্পর্ক। অন্তত এমনটাই মনে করছেন নেটিজনেরা।

শাকিবের ফেসবুক স্ট্যাটাস রিশেয়ার দেওয়ার পর নেটিজেনদের মাঝেও উচ্ছ্বাস দেখা দিয়েছে। প্রতিমা রায় অধরা নামে একজন লিখেছেন, ‘ইস! এত ভালো লাগছে এ ব্যাপারটা। প্লিজ এক হয়ে যান আবার।’ ফরহাদ লিখেছেন, ‘আমি অনেক খুশি এবং আনন্দিত। ভেতরে ভেতরে প্রশান্তি অনুভব করছি।’ আফরান আহমেদ লিখেছেন, ‘এই পোস্ট দেখার পর মনটা ভরে গেলো।’ এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে অপুর পোস্টের কমেন্ট বক্সে। তবে নেটিজেনদের এসব মন্তব্যের জবাবে দেননি অপু।
‘লাল শাড়ি’ সিনেমাটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছে। সিনেমাটির কাহিনি ও সংলাপ রচনা করেছেন তানভীর আহমেদ সিডনী। এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক ও সুমিত। এ ছাড়া রয়েছেন— শহীদুজ্জামান সেলিম, আজম খান, রেবেকা সুলতানা, দোয়েল ম্যাশ, গৌতম সাহা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here