খবর ৭১: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০টার দিকে পঞ্চম তলায় ৫১১ নম্বর ডক্টরস রুমে আগুন লাগে। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে।
ঢামেক পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক মাসুদ মিয়া জানান, চিকিৎসকের রুম বন্ধ থাকায় আগুন ছড়াতে পারেনি। পরে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।