খবর ৭১: রাজধানীর ডেমরায় থানার নয়াপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনে ক্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। ওই দুর্ঘটনায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৪ জুন) দুপুরের দিকে নয়াপাড়া এলাকার নূর মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানান, ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার।
তিনি বলেন, নির্মাণাধীন ভবনটির নিচে শ্রমিকরা কাজ করছিলেন। এসময় উপরের দিকে মালামাল ওঠাতে গেলে ক্রেনের তার ছিঁড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। এঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে তিন জনের নাম জানা গেছে। এরা হলেন- মিজান (৩২), মোস্তফা (৪০) ও জাফর (৫০)। এছাড়া হাসপাতালে যেই শ্রমিকের মৃত্যু হয়েছে তার নাম জানা যায়নি।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা বলেন, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পরে একজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর যার মৃত্যু হয়েছে, তার নাম জানা যায়নি।