খবর৭১: শাকিব-বুবলী-অপুর ত্রিকোণ নাটকীয়তার ধারাবাহিকতায় মুখ খুলেছেন বুবলীও। ভেবেছিলেন চুপ থাকলে সব ঠিক হয়ে যাবে। গোপন করেন শাকিবের সঙ্গে তার বিয়ে ও ছেলে জন্মের কথা। কিন্তু সময় তাকে কোথায় এনে দাঁড় করাল? এসব কোনো সিনেমার গল্প নয়, এক নায়ক-নায়িকার ব্যক্তিগত জীবন।
এক সাক্ষাৎকারে কাঁদতে কাঁদতে শাকিবকে উদ্দেশ করে বুবলী বলেন, এত অপরিচিত হয়ে গেলেন আপনি। আপনি আমাকে খুব ভালো করে চেনেন। কেন এগুলো করছেন আমি জানি না। আপনার কোনো সিদ্ধান্ত থাকলে আপনি নিয়ে নেন।
বুবলী বলেন, আপনাকে অনুরোধ করছি, কোনো ব্লেম গেম করবেন না। শেহজাদকে অপমান করবেন না। আপনি অনেক অপরিচিত হয়ে গেছেন অনেক আগেই। আমি চাই আপনি আপনার মতো করে ভালো থাকুন। আমাকে আর আমার সন্তানকে সুস্থভাবে বাঁচতে দিন।
২০১৭ সালে টেলিভিশন লাইভে ছেলেকে নিয়ে হাজির হন অপু বিশ্বাস, জানান বিয়ের কথা। এরপর ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি অপুর সঙ্গে শাকিবের বিচ্ছেদ ঘটে। অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। পরে ২০২২ সালের সেপ্টেম্বরে ছেলেকে সঙ্গে নিয়ে বুবলীও হাজির হন এবং জানান ২০১৮ সালের জুলাইয়ে তাদের বিয়ে হয়েছে।
বুবলী বলেন, শাকিবের কথাবার্তা আপনি দেখেন, পত্রিকায় তার ইন্টারভিউগুলো, কারও কিন্তু কোনো কিছু নেই। সে-ই কয়দিন পরপর এসব আনছে এবং আজকেও আমি এসব কথা বলতে বাধ্য হচ্ছি।
বুবলী বলেন, অনেকে হয়তো বলে আমি কেন এসব বলছি, সামাজিক মাধ্যমে স্টেটমেন্ট দিচ্ছি; কিন্তু তার আগে যে আমাকে বাধ্য করা হয়েছে। কারণ বোবার শত্রু নাই, তিনিই (শাকিব) কিছুদিন আগে বলেছিলেন। আমরা হয়তো ভাবতাম, চুপ থাকলে সব ঠিক হয়ে যাবে।
বুবলীকে এসবের জন্য বাধ্য করা হয়েছিল। অসম্মানজনক কোনো সম্পর্ক চান না তিনি। এমন কথাই জানালেন অভিনেত্রী। এমন ক্রান্তিকালে তিনি প্রশ্ন তোলেন শাকিবের কাজকর্ম নিয়ে। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তাকে নিভৃতে ভাবতে বলেন- শিল্পী শাকিব খান না, ব্যক্তি শাকিব খান হিসেবে।