মদনে ১৫টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

0
141

নেত্রকোনার মদনে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাহ আলম মিয়া।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান জানান, সোমবার (১৯ জুন) সকালে উপজেলার বিভিন্ন হাওর ও নদী হতে মদন থানা পুলিশের সহয়তায় উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ অভিযানে ১৫টি অবৈধ চায়না দুয়ারী জাল ও ৪টি বাইর আটক করা হয়ছে। যার বাজার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা।

পরে মঙ্গলবার (২০ জুন) সকালে আটককৃত অবৈধ চায়না দুয়ারী জালগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাহ আলম মিয়া’র উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here