সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও গরিব ৪০ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(২০ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত এক অনুষ্ঠান শেষে এসব সাইকেল বিতরণ করা হয়।
নারী শিক্ষার প্রসার, ঝড়েপড়া রোধ ও বিদ্যালয়ে যাওয়া সহজ করতে উপজেলায় বার্ষিক উন্নয়ন তহবিলের থোক বরাদ্দ থেকে ওইসব বাইসাইকেল বিতররণ করা হয়। এর মধ্যে রয়েছে ৩২ জন মেয়ে ও ৮ জন ছেলে শিক্ষার্থী। প্রধান অথিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন শিক্ষার্থীদের হাতে এসব সাইকেল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান, সৈয়দপুর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা নারী ভাইস-চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, ভাইস-চেয়ারম্যান আজমল হোসেন সরকার, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাফিজ হাপ্পু প্রমূখ।