শার্শায় গ্রামীন উন্নয়নে পর্যটন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

0
103

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : শার্শায় গ্রামীন উন্নয়নে পর্যটন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০টার সময় শার্শা উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যটন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদাণ করেন উক্ত উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের প্রায় ১৫ বছরে বাংলাদেশের সকল অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রতিটি গ্রাম এখন শহর প্রায়। এখন আর গ্রামের মানুষকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য শহরে যেতে হয়না। এরপরেও সরকার উন্নয়নমুখী সকল চিন্তাচেতনার সাথে মানুষের বিনোদনের বিষয়গুলি নিয়ে কাজ করছে। যা অচিরেই উন্নত সমৃদ্ধিশালী দেশের সাথে তালমিলিয়ে এদেশের মানুষের সকল নাগরিক অধিকার নিশ্চিত হবে।
এসময় বক্তব্য প্রদাণ করেন নাভারন কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল। তিনি তার বক্তব্যে শার্শা উপজেলার গ্রামীন অবকাঠামো উন্নয়নে উপজেলার সকল বাওড় কেন্দ্রিক পর্যটন এলাকা বাস্তবায়নের আহবান জানান। তিনি বলেন, উপজেলার বাওড়গুলিতে পর্যটন শিল্প গড়ে তুললে গ্রামীন উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা প্রকৌশলী মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ, সমবায় কর্মকর্তা আক্কাস আলী, শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) আকিকুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) কামাল হোসেন ভুঁইয়া, নাভারন হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ(ওসি) আল মামুন, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, আলেয়া ফেরদৌস, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান ও বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেকসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
একইদিন উপজেলা পরিষদ অডিটরিয়ামে আইন-শৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়নমূলক সভা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here