ভারতে এবার গঙ্গা নদীতে ধসে পড়ল নির্মাণাধীন চার লেনের সেতু

0
100

খবর ৭১: ভারতের উড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দু’দিন পর বিহার রাজ্যের ভাগলপুরে গঙ্গা নদীতে ধসে পড়ল নির্মাণাধীন চার লেন বিশিষ্ট বিশাল একটি সেতু, তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এনডিটিভি জানিয়েছে, গতকাল ৪ জুন রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের ভাগলপুরে গঙ্গা নদীর ওপর নির্মাণাধীন চার লেনের একটি সেতু তাসের ঘরের মতো নদীতে ভেঙে পড়ে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই নিয়ে দ্বিতীয়বারের মতো ধসে পড়েছে সেতুটি, তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ২০১৪ সালে ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যের সুলতানগঞ্জ ও খাগরিয়া জেলার মাঝে সংযোগকারী এই সেতুটির নির্মাণকাজের উদ্বোধন করেছিলেন, নির্মাণ কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই ৩২৮ ফুট উঁচু নির্মাণাধীন এই সেতুর কয়েকটি পিলার ভেঙ্গে সেতুটি নদীতে ধসে পড়ে।

স্থানীয় একজন শীর্ষ জেলা কর্মকর্তা জানান, এর আগে গত ডিসেম্বরে বেগুসরাই জেলার বুড়ি গণ্ডক নদীতে একটি সেতু ভেঙে দুই ভাগ হয়ে যায়। সেই ঘটনায় কেউ হতাহত হয়নি। কারণ সেতুটি তখনও আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here