জ্যোতির আলোয় রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ

0
134

খবর ৭১: শুরুতে ব্যাট করে দেড়শ ছোঁয়া সংগ্রহ পেলো শ্রীলঙ্কা। জিততে হলে বাংলাদেশকে ভাঙতে হতো রান তাড়া করার রেকর্ড।

সেটিই করলো টাইগ্রেসরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দুর্দান্ত ফিফটিতে ইতিহাস গড়া জয় পেয়েছে তারা।
মঙ্গলবার কলম্বোয় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৫ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। জবাব দিতে নেমে ১ বল হাতে রেখেই জয় পায় জ্যোতির দল। এটিই মেয়েদের ক্রিকেটে দেশের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড, এর আগে এশিয়া কাপের ফাইনালে ১৪২ রান তাড়া করে ভারতকে হারায় বাংলাদেশের মেয়েরা।

শুরুতে ব্যাট করতে নেমে ১৬ রানে উদ্বোধনী ব্যাটার বিস্মি গুনারত্নেকে হারায় শ্রীলঙ্কা। তার সঙ্গী অধিনায়ক চামারি আতাপাত্তু ২ চার ও ৩ ছক্কায় ২৮ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। তিন নম্বরে খেলতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৫ চারে ৪৪ বলে ৪৫ রান করেন হার্শিতা সামারাবিক্রমা। এছাড়া ২৮ বলে ২৯ রান করেন নীলাক্ষী ডি সিলভা।

লঙ্কান মেয়েদের হয়ে শেষের ব্যাটাররা তেমন কিছু করতে পারেননি, রানটাও ধরাছোঁয়ার বাইরে যায়নি তাই। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন ফাহিমা খাতুন।

জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের জন্যও। ৬ বলে ৫ রান করে শামীমা সুলতানা ও ১৬ বলে ৯ রান করে রুবাইয়া হায়দার আউট হয়ে যান।

এরপর সুবহানা মোস্তারিকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ১ চারে ২৪ বলে ১৭ রান করে আউট হন সোবহানা। অন্য প্রান্তে জ্যোতি থাকলেও ম্যাচ ক্রমেই কঠিন হচ্ছিল তাদের জন্য। আতাপাত্তুর করা ১৯তম ওভারে ১৭ রান তোলেন রিতু মণি ও জ্যোতি।

পরের ওভারের প্রথম বলেই চার মেরে ম্যাচ হাতের মুঠোয় নিয়ে আসেন রিতু। ম্যাচ জয় থেকে এক রান দূরে থাকতে ৪ চারে ২৩ বলে ৩৩ রান করে আউট হন তিনি। কিন্তু শেষ অবধি ৭ চার ও ২ ছক্কায় ৫১ বলে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন নিগার সুলতানা জ্যোতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here