শ্রমিক দলের মে দিবসের র‍্যালিতে পুলিশের লাঠিচার্জ, আহত ১৫

0
135

খবর ৭১: মে দিবস উপলক্ষে খুলনা মহানগর ও জেলা শ্রমিক দলের র‍্যালি পুলিশের বাঁধায় পণ্ড হয়েছে। এ সময় পুলিশের লাঠিচার্জে দলটির ১০-১৫ জন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি। এ সময় শ্রমিক দলের দুই নেতাকে আটক করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

মহানগর বিএনপির পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদ ও আটক নেতাদের মুক্তির দাবিতে প্রেস ব্রিফিং করেছে। আটককৃতরা হলেন- মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি ও সদস্য ইসলাম খলিফা।

সোমবার (১ মে) সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর স্টেশন রোড থেকে তাদের আটক করে পুলিশ। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অনুমতি না নিয়ে তারা রাস্তা আটকে কর্মসূচি পালন করছিল। আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। এ সময় দুই জনকে আটক করা হয়েছে।’

নগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা বলেন, ‘মে দিবস উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ ও র‍্যালির আয়োজন করে নগর ও জেলা শ্রমিক দল। বিষয়টি সাত দিন আগে কেএমপিকে অবহিত করা হয়।’

তিনি আরও বলেন, ‘বিএনপি একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড পালন করার অধিকার আছে। অথচ আজ সকালে বিএনপি অফিসের প্রবেশদ্বারে শত শত পুলিশ মোতায়েন করা হয়। দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের আসতে বাঁধা দেওয়া হয়েছে। পরে খুলনা রেল স্টেশন রোডে শ্রমিক দলের র‍্যালিতে পুলিশ লাঠিচার্জ করেছে। একইসঙ্গে শ্রমিক দলের ২ নেতাকে আটক করা হয়েছে। পুলিশের লাঠিচার্জে বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here