পুঁজিবাজার ৫ দিন বন্ধ

0
132

খবর ৭১: মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত (চাঁদ দেখা সাপেক্ষে) মোট ৫ দিন দেশের পুঁজিবাজার বন্ধ থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি থাকছে দুই দিন।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঈদের ছুটির পর আগামী ২৪ এপ্রিল থেকে পুঁজিবাজারে লেনদেন যথারীতি সকাল ১০টায় শুরু হবে এবং দুপুর ২টা ২০মিনিট পর্যন্ত চলবে। ওইদিন থেকে পোস্ট ক্লোজিং দুপুর ২টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত হবে। তবে অফিস সময় সকাল ৯ টা থেবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হবে।

এদিকে ২৯ রোজার হিসেব ধরে আগামী বুধবার থেকে থাকছে ঈদের ছুটি। টানা পাঁচ দিন বন্ধের পর আগামী ২৪ এপ্রিল পুঁজিবাজারে লেনদেন চালু হবে। তবে রোজা যদি ৩০টি হয়। সে হিসেবে ছুটি আরো একদিন বাড়বে। মানে ঈদের ছুটির পর আগামী ২৫ এপ্রিল থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here