ওয়ারীর আগুন নিয়ন্ত্রণে

0
113

খবর ৭১: রাজধানীর ওয়ারী পুলিশ ফাঁড়ির বিপরীত দিকের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার দিবাগত রাত ২ট ৪০ মিনিটে ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) মো. আক্তারুজ্জামান।

তিনি বলেন, পাশের একটি ট্রান্সফরমার ব্লাস্ট হলে আগুনের সৃষ্টি হয়। সেখান থেকে বেবিশপ নামের দোকানে আগুন লাগে। প্রথম ও দ্বিতীয় তলায় ছিল বেবিশপ শোরুম। এর ওপরের তলার ফ্লাটগুলো ছিল আবাসিক।

তিনি আরও বলেন, ওই ভবনের কোনো ক্রটি ছিল কিনা তা তদন্ত করে পরে জানানো হবে।

এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত ১টা ৫৫ মিনিটে ওয়ারী পুলিশ ফাঁড়ির বিপরীত দিকের ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

তিনি বলেন, সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। রাত ২টায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here