রাঙামাটিতে পাহাড়ের খাদে পড়ল চাঁদের গাড়ি, নিহত ২

0
141

খবর ৭১: রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় সীমান্ত সড়কে চাঁদের গাড়ি খাদে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১৫ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নের সীমান্ত সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের নাম – মিনহাজুল করিম (২০) এবং মোহাম্মদ নাঈম (২৩)।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হবে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যার দিকে একটি চাঁদের গাড়ি তিনজন নিয়ে বিলাইছড়ির ফারুয়া ইউনিয়ন থেকে রাজস্থলী উপজেলায় আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here