ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই

0
134

খবর ৭১: বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই। মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন}।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, হি ইজ নো মোর, অফিসিয়ালি এখনও কিছু বলতে পারছি না। আমরা আরও ১০- ১৫মিনিট পর আনুষ্ঠানিকভাবে জানাব।

তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ডা. মামুন মোস্তাফীও মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি, আমাদের প্রাণপ্রিয় বড় ভাই ডা. জাফরুল্লাহ চৌধুরী আর আমাদের মাঝে নেই। আপনাদের সবার কাছে আমার নিবেদন, আপনারা তার জন্য প্রাণ ভরে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন।

এর আগে গুরুতর অসুস্থ থাকায় তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নানা রোগে আক্রান্ত এই বীর মুক্তিযোদ্ধা চিকিৎসক। সোমবার (১০ এপ্রিল) থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here