ছাতক প্রতিনিধি :
বন্ধু মহল সমবায় সমিতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ছাতকের সুতার খালি বাস স্ট্যানডে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় বন্ধু মহল সমবায় সমিতির কার্যকরি সভাপতি কুতুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হকের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে অর্থ সম্পাদক লোকমান আলী সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া,সদস্য, রুবেল,আনিছ, আনছার, আলকাছ, আফছর,আলী, মুনছুর, রহমান, রিপন, প্রমুখ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, বাস স্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মজিদ। দোয়া পরিচালনা করেন সুতার খালি দিলাল পুর জামে মসজিদের মুয়াজ্জিন তোফাজ্জল হক ।##