খবর ৭১: রাজধানীর বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন এখনো থামেনি। এর মধ্যই পাশের চার ভবনে ছড়িয়ে পড়েছে আগুন। পাশেই পুলিশ সদর দপ্তর। সকাল থেকেই ঝুঁকিতে ছিল পুরো এলাকা। এর মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে সদর দপ্তরের ভেতরের চারতলা পুলিশ ব্যারাক ভবনে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের সহায়তায় বেলা ১১টা ১৫ মিনিটে এসেছে জলকামান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানিয়েছেন, পুলিশ হেড কোয়ার্টারের ভেতর পুলিশ ব্যারাকের চারতলা ভবনে আগুন লেগেছে। এতে ওই ভবনের কিছু মালামাল পুড়ে গেছে। তবে সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।