খবর ৭১: সাভারের আশুলিয়ায় দুই বাসের রেষারেষিতে চাপা পড়ে মেহেদী হাসান (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাস দুটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
রোববার (২ এপ্রিল) সকাল ৭টা ২০ মিনিটের দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ দুর্ঘটনা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
নিহত মেহেদী রাজধানীর ডেমরা থানার থুলথুলিয়া এলাকার মো. মাজেদ ওরুফে বাহারুলের ছেলে।
প্রতক্ষ্যদর্শীর বরাত দিয়ে জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবির হোসেন বলেন, সকালে আলী নুরের দুই বাস রেষারেষি করে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক হয়ে আব্দুল্লাপুরের দিকে যাচ্ছিল। পথে বাস দুটির মাঝে চাপা পড়ে মোটরসাইকেল আরোহীর মেহেদী ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাস দুটির আগুন নেভানো হয়। তবে বাসে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর আমরা পাইনি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, রেকার দিয়ে সড়ক থেকে বাস দুটিকে সরিয়ে নেওয়া হয়েছে।