নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত-১

0
604

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে বাসের ধাক্কায় ট্রলি উল্টে হেলপার নিহত নড়াইলের সড়ক দুর্ঘটনায় সুজন শেখ (৩০) নামে পাওয়ার ট্রলির হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সেপ্টেম্বর ০১,২০১৭ নড়াইলের কালিয়া-খুলনা সড়কের বেন্দা কাজী ভিলার সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়া থেকে খুলনাগামী একটি মালবাহী ট্রলি বেন্দা এলাকার কাজী ভিলার সামনের থেকে একটি লেগুনাকে পাশ কাটিয়ে সামনে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ট্রলিটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রলির হেলপার সুজন গুরুতর আহত হলে কালিযা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুজন খুলনার দিঘলিয়া উপজেলার মহিষদিয়া গ্রামের ইমরান শেখের ছেলে। এছাড়া আহত চালক আল আমিনকে (৩৫) কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শমসের আলী ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here