চকবাজারে পুলিশের বিরুদ্ধে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ

0
241

খবর ৭১: রাজধানীর চকবাজারে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে ফটোসাংবাদিক মাহমুদ হোসেন অপুকে পুলিশ শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৪ মার্চ) বিকাল ৩টার দিকে চকবাজার থানার সামনে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফটোসাংবাদিক মাহমুদ হোসেন অপু ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনে কর্মরত।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, ‘একটু ভুল বোঝাবুঝি হয়েছে। কোনও সমস্যা নেই, মিলমিশ করে দেওয়া হয়েছে।’

মাহমুদ হোসেন অপু বলেন, ‘চকবাজার থানার সামনে মোটরসাইকেল রাখা নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ সময় সিভিল পোশাকে এসি যিয়াদ এসেই আমার মুখে ঘুষি মারেন। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে সরিয়ে নিয়ে যায়।’

এ বিষয়ে জানতে চাইলে লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জয়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ গণমাধ্যমকে বলেন, ‘এটা সামান্য বিষয়। মোটরসাইকেল রাখা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। কিন্তু কারও গায়ে হাত তোলা হয়নি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here