জাতীয়করণের দাবিতে সৈয়দপুরে শিক্ষকদের মানববন্ধন

0
173

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
শিক্ষা প্রতিষ্ঠানের আয় রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া সাপেক্ষে জাতীয়করণের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন করেছেন এমপিওভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষকরা। সৈয়দপুর এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীর ব্যানারে গতকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১ টায় স্থানীয় শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে সৈয়দপুরের শতাধিক শিক্ষক অংশ নেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে মানববন্ধন আয়োজনের প্রধান সমন্বয়ক সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শিউলী বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক আলমগীর সরকার, একই কলেজের সিনিয়র প্রভাষিকা সুলতানা নাসরিন, চাপড়া কাশিরাম আলিয়া মাদ্রাসার প্রভাষক মো. মইনুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. লোকমান হাকিম। সমাবেশে বক্তারা , কলেজ শিক্ষকদের জাতীয়করণ এখন সময়ের দাবি। শিক্ষা প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে জমা দেয়া সাপেক্ষে এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের আওতায় আনার দাবি জানিয়ে বলেন এখনও দেশের ৭৫ ভাগ শিক্ষক বৈষম্যের শিকার। তাঁরা ১০০০ হাজার টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসাভাতা পান। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে শিক্ষকরা বড় অসহায়। অথচ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন বৈষম্য দূর করতে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শিক্ষকদের মুলধারায় যুক্ত করতে হবে। তাঁদের জন্য সরকারি বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচী দেওয়া হবে জানান তাঁরা। মানববন্ধন শেষে শিক্ষকরা দাবি সম্বলিত সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হানের হাতে স্মারকলিপি প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here