খবর ৭১: রাজধানীর মালিবাগ রেলগেটে যাত্রীবাহী একটি বাসে ট্রেনের ধাক্কার ঘটনা ঘটেছে। বুধবার (২২ মার্চ) রাত ৯টার কিছু সময় পর এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে কাজ করছে। দুর্ঘটনার পর ওই রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে উৎসুক জনতার ভিড়ের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বলেন, রাত ৯টা ২ মিনিটে খবর আসে, মালিবাগে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ট্রেন ধাক্কা দিয়েছে। এরপরই ঘটনাস্থলে আমাদের টিম পৌঁছেছে।
জানা গেছে, ট্রেনটির নাম দ্রুতযান এক্সপ্রেস। পঞ্চগড় থেকে ঢাকায় ফিরছিল। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।