অবিলম্বে দিনকালের প্রকাশনা ফিরিয়ে দেয়ার দাবিতে জেলা প্রশাসককের কাছে চিঠি

0
185

খবর ৭১: অবিলম্বে দৈনিক দিনকালের প্রকাশনা ফিরিয়ে দিতে আবারও জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। গতকাল ঢাকা জেলা প্রশাসকের নিকট তিনি আবারও আবেদন করেন। তিনি বলেন বিগত ১৯ ফেব্রুয়ারী থেকে পত্রিকাটির প্রকাশনা বন্ধ রয়েছে। এর আগে পত্রিকাটির প্রকাশক পরিবর্তন করে জেলা প্রশাসককে চিঠি দেয়া হয়েছে। পত্রিকাটি বন্ধ করে দেয়ায় জাতিসংঘ উদ্বেগ জানিয়েছে। সরকারের সমালোচনা করে দেশি-বিদেশি অসংখ্য গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ঢাকাসহ সারাদেশে সাংবাদিকরা বিক্ষোভ অব্যাহত রেখেছে। কিন্তু এখনও সরকারের টনক নড়ছে না। পত্রিকা বন্ধ থাকায় একদিকে যেমন পত্রিকার পাঠকরা খবর থেকে বঞ্চিত রয়েছেন অন্যদিকে ১৫শ সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাই পত্রিকাটি প্রকাশনা ফিরিয়ে দিতে জেলাপ্রশাসক বরাবর আবারও আবেদন দেয়া হয়েছে। তিনি অবিলম্বে নতুন প্রকাশক এডভোকেট আহমদ আযম খানকে পত্রিকাটির প্রকাশনা ফিরিয়ে দেয়ার দাবি জানান। বিজ্ঞপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here