ময়মনসিংহে ২৩ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

0
170

খবর ৭১: ময়মনসিংহ সফরকালে ৫৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৩টি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (১১ মার্চ) এসব প্রকল্পের উদ্বোধন করা হবে।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—২১টি স্কুল ও কলেজে চারতলা একাডেমিক ভবন, ৩২টি পৌরসভায় স্যানিটেশন প্রকল্প, শেখ কামাল ইনডোর স্টেডিয়াম ও পাঁচটি সেতু।

এছাড়া প্রধানমন্ত্রী জেলায় আরও ১৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুই হাজার ৭৬২ কোটি টাকার প্রকল্পগুলোয় রয়েছে—ময়মনসিংহের সড়ক ও ড্রেনেজ নেটওয়ার্ক উন্নয়ন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের জন্য সাতটি আঞ্চলিক কার্যালয় নির্মাণ।

এদিকে, ময়মনসিংহে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগমন উপলক্ষে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডসহ বিভিন্নভাবে পুরো শহর সাজানো হয়েছে।

আজ শনিবার প্রধানমন্ত্রী সার্কিট হাউজে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক মহাসমাবেশে যোগ দেবেন।

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু বলেন, ‘এই সমাবেশে ১০ লাখেরও বেশি মানুষের সমাগম হবে। সমাবেশ সফল করতে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here