হুমকির মুখে চীনের খাদ্য নিরাপত্তা

0
135

খবর৭১::টানা খরা এবং চাষ উপযোগী জমি অনুর্বর ও লবণাক্ত হয়ে যাওয়ার ফলে চীনের অধিকাংশ অঞ্চল এখন ফসল চাষের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। যার ফলে দিন দিন খাদ্য উৎপাদন কম হওয়ায় চীনের খাদ্য নিরাপত্তা এখন হুমকির মুখে।

বিশেষজ্ঞদের মতে, বিগত কয়েক যুগ ধরে পুরো চীনে শিল্পায়ন ও নগরায়ণ বৃদ্ধির ফলে চীনে দিন দিন চাষাবাদের জমি কমার অন্যতম কারণ। আন্তর্জাতিক কয়েকটি গবেষণাপত্রের বরাতে দ্য প্রিন্ট এ খবর জানিয়েছে।

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ২০১৩ সালের আগপর্যন্ত চীনের ৩৩৪ মিলিয়ন একর আবাদযোগ্য জমি ছিল। কিন্তু ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত ছয় বছরে দেশটির ২০ মিলিয়ন একর জমি অনাবাদযোগ্য হয়ে যায়। যার অর্থ হচ্ছে চীন ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত আমেরিকার দক্ষিণ ক্যারোলিনার মতো আবাদযোগ্য জমি হারিয়েছে।

ইতোপূর্বে চীন কোভিড-১৯ মহামারিতেও খাদ্য সংকটে পড়েছিল এবং এর জন্য চীনজুড়ে বিক্ষোভও হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here