সৈয়দপুর প্রতিনিধি:
নানা আয়োজনে সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার আলোচনা সভা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়। বিকেলে শহরের স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলোর হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকীর ওই আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্মআহ্বায়ক ও সৈয়দপুর সরকারি কলেজের সাবেক ভিপি মোস্তফা ফিরোজ। এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, পৌর কাউন্সিলর বেলাল আহমেদ ও পৌর কাউন্সিলর নজরুল ইসলাম রয়েল, বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জুন, সমাজসেবক রবিউল আউয়াল রবি ও সৈয়দপুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সাদেকুর রহমান সজীব।
হৃদয়ে সৈয়দপুরের সভাপতি আকাশ সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রুবেল এর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সোহেল রানা, বোতলাগাড়ী ইউনিয়ন শাখার উপদেষ্টা বুলবুল সরকার প্রমুখ। আলোচনা শেষে অনুষ্ঠানের অতিথিরা সংগঠনের ৬ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এতে মানবসেবায় বিশেষ অবদান রাখায় সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন শাখা প্রথম সম্মাননা অর্জন করে। এর আগে অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে একটি আনন্দ র্যালি বের করা হয়। স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলো থেকে আনন্দ র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে আমন্ত্রিত অতিথিরা ছাড়াও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুরের সকল শাখার সদস্যবৃন্দ অংশ নেয়।
শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে ও স্থানীয় শিল্পী ও সংগঠনের সদস্যরা সংগীত পরিবেশন করেন।