দৈনিক দিনকাল বন্ধের আদেশে ১২ দলীয় জোটের উদ্বেগ

0
376

খবর৭১: দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লারেশন ও মুদ্রণের ঘোষণাপত্র বাতিলের আদেশে উদ্বেগ জানিয়েছে ১২ দলীয় জোট।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) এক বিবৃতিতে জোট নেতৃবৃন্দ বলেন, ‘এই অবৈধ সরকারের অধীনে গণমাধ্যমের যে কোনো স্বাধীনতা নেই তা আবারও প্রমাণিত হলো। দৈনিক দিনকাল পত্রিকাটি দীর্ঘদিন ধরে বিরোধীদলের মুখপত্র হিসেবে ভূমিকা রাখছে। বিরোধী দলের একমাত্র পত্রিকাটির প্রকাশনা বাতিল সরকারের চরম প্রতিহিংসা চরিতার্থ করার বহিঃপ্রকাশ।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই অবৈধ সরকারের সব অপকর্ম, বিরোধী দলের ওপর দমন-নিপীড়ন হত্যা গুম, খুন ও সব অপকর্মের সংবাদ দ্বিধাহীনভাবে প্রকাশ করায় দিনকাল সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’

নেতৃবৃন্দ বলেন, ‘মাত্র কয়েকদিন আগেই ১৯১টি অনলাইন বন্ধ করে দিয়েছে সরকার। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত করে। ১৯৭৫ সালে আওয়ামী লীগ সরকার চারটি সরকার নিয়ন্ত্রিত পত্রিকা ছাড়া বাকি সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল। বর্তমানে এই অবৈধ সরকার তাদের একদলীয় ব্যবস্থা কায়েম করতে আবারও গণমাধ্যমের ওপর জুলুম চালাচ্ছে এবং কর্তৃত্ব কায়েম করেছে। সরকারের লুটপাট ও দুর্নীতির খবর প্রকাশ করায় সাংবাদিকদেরও চরমভাবে হেনস্তা করা হচ্ছে।’

নেতৃবৃন্দ অবিলম্বে দিনকাল বন্ধের আদেশ প্রত্যাহারের দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here