ইউক্রেনকে ১৪ হেলিকপ্টার দিচ্ছে ক্রোয়েশিয়া

0
155

খবর৭১: ক্রোয়েশিয়ার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ইউক্রেনকে ১৪টি অত্যাধুনিক হেলিকপ্টার দেওয়া হচ্ছে।

দেশটির গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। এর মধ্যে ১২টি এমআই-৮ এমটিভি-১ এবং দুটি এমআই-৮টি মডেলের হেলিকপ্টার।

আগামী ১০ দিনের মধ্যে এগুলো প্রথম পোল্যান্ড পাঠানো হবে। সেখান থেকে প্রতিবেশী দেশ ইউক্রেনে পাঠানো হবে। খবর আনাদোলুর।

ক্রোয়েশিয়া গোপনে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে। দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিক গত বছরের নভেম্বরে ইউক্রেনকে ১৪টি হেলিকপ্টার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

তবে তখন তিনি খোলাসা করে বলেননি কিয়েভকে কখন এসব হেলিকপ্টার পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here