সৈয়দপুরে ফিনিক্স ক্লাবের আয়োজনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

0
190

মিজানুর রহমান মিলন সৈয়দপুর :
নীলফামারীর সৈয়দপুরে ফিনিক্স ক্লাবের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে সৈয়দপুর
কমিউনিটি হাসপাতালের সহযোগিতায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই খেলার আয়োজন করা হয়।
প্রীতি ফুটবল ম্যাচে সৈয়দপুরের ফিনিক্স ক্লাব বনাম রংপুরের
কাউনিয়ার পুমাক দল অংশ নেন। এতে সৈয়দপুর ফিনিক্স ক্লাব ৩-০ গোলে রংপুরের কাউনিয়ার পুমাক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন
হয়। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক নীলফামারীর আরিফ হোসেন
মুন সৈয়দপুর ফিনিক্স ক্লাবের হয়ে খেলায় অংশ নেন।
এছাড়াও সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল
মোমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. কামরুল হাসান সোহেলসহ অন্যরা প্রীতি ফুটবল খেলায় অংশ নেন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মকবুল হোসেন। সহযোগিতায়
ছিলেন বাবু ও মোক্তার।
এর আগে প্রীতি ফুটবল খেলার উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন
সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, পৌর মেয়র রাফিকা আকতার জাহান,
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সরকার মো. মোস্তাফিজুর রহমান, উপাধ্যক্ষ (ইংলিশ ভার্সন) মো. শফিকুল ইসলাম,
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, সৈয়দপুর পৌর
আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু প্রমুখ
সৈয়দপুর শহরের বিপুল সংখ্যক মানুষজন খেলাটি উপভোগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here