পুতিনের বিজয় বিশ্বের জন্য ঝুঁকিপূর্ণ: ন্যাটোপ্রধান

0
114

খবর৭১ঃ
ইউক্রেন যুদ্ধে যদি রাশিয়ার জয় হয়, তবে তা হবে গোটা বিশ্বের জন্য মারাত্মক হুমকি ও চরম বিপজ্জনক। এমন মন্তব্য করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। খবর সিএনএনের।

ন্যাটোপ্রধান বলেন, কোনো কোনো রাষ্ট্র এখনো ইউক্রেনের পক্ষে সমর্থন দেওয়াকে ঝুঁকিপূর্ণ মনে করছে। এই যুদ্ধে ঝুঁকি অবশ্যই আছে। তবে মনে রাখতে হবে, যদি পুতিন বিজয়ী হন তবে তিনি মনে করবেন জোরপূর্বক যে কোনো দেশের ভূখণ্ড দখল করা যায়। এতে বিশ্ব আরও বড় ঝুঁকির মধ্যে পড়বে।

ইউক্রেন যুদ্ধের এক বছর ও এস্তোনিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন ন্যাটোপ্রধান।

তিনি আরও বলেন, সংগ্রাম ব্যতীত স্বাধীনতা অর্জন করা যায় না। তাই প্রতিদিনই আমাদের যুদ্ধ করে যেতে হবে। এ সময় ইউক্রেনের যোদ্ধাদের প্রশংসা করেন স্টলটেনবার্গ।

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে এখনো ঐক্যবদ্ধ হতে পারেনি গোটা ইইউভুক্ত দেশগুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here