শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

0
238

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে আঘাত হেনেছে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। খবর এএফপির।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দিবাগত রাত ২টায় এ ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির কেন্দ্রীয় অঞ্চল।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটি সবচেয়ে বেশি অনুভূত হয় দেশটির মাসবাতে প্রদেশে। রাতের বেলা হঠাৎ করে শক্তিশালী ভূকম্পনে ঘুম থেকে জেগে ওঠেন বেশিরভাগ মানুষ।

সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাসবাতে প্রদেশের মূল দ্বীপের মিয়াগা গ্রামের ১১ কিলোমিটার দূরের একটি স্থানে, ভূপৃষ্ঠ থেকে ৭ মাইল গভীরে।

মাসবাতে প্রদেশের পুলিশ প্রধান রলি আলাবানা সংবাদমাধ্যমকে বলেন, ‘এটি শক্তিশালী ভূমিকম্প ছিল। যখন ভূকম্পন শুরু হয় আমি তখন ঘুমিয়ে ছিলাম। এরপরই আমি জেগে যাই।’

উল্লেখ্য, মাটির অগভীরে যেসব ভূমিকম্পের সৃষ্টি হয় সেগুলো অন্যান্য ভূমিকম্পের তুলনায় অনেক ভয়ানক হয়। অগভীর ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণও সবচেয়ে বেশি হয়। ফিলিপাইনে মাঝরাতে আঘাত হানা এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পের পর কোন সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

এর আগে ফিলিপাইনে সবশেষ ভূমিকম্প আঘাত হানে ২০২২ সালের অক্টোবর মাসে। সে সময় ৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here