ছাতকের দোলারবাজার ইউনিয়নে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

0
289

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকের দোলারবাজার ইউনিয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী শ্রীকৃষ্ণপুর দিলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ইউনিয়নের ১৯টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক সহ বিভিন্ন ইভেন্টে খেলাধুলায় অংশ নেয়। সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান নুরুল আলম। প্রতিযোগিতা শেষে বিকেলে বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাহেদুজ্জামান সুপারের সভাপতিত্বে এবং শিক্ষক জুয়েল আহমদ ও মোস্তাফিজুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান নুরুল আলম। প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মাসুম মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, সাবেক ইউপি সদস্য ও বুরাইয়া স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুল মালিক, লামা টুকেরবাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হান্নান, ইউপি সদস্য আনর উদ্দিন, প্রধান শিক্ষক স্বপন কুমার তালুকদার, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, ছাতক প্রেক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়। সভায় স্বাগত বক্তব্য রাখেন, শ্রীকৃষ্ণপুর দিলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি হাবিবুর রহমান নাছির। এসময় ইউপি সদস্য আব্দুস শহিদ, প্রধান শিক্ষক শিরিন আক্তার, লিয়াকত আলী, রফিক আহমদ, রফিজ আলী, ফাতেমা বেগম, আব্দুল মুতালিব, শাখ্রাওয়াত হোসেন(ভারপাপ্ত), সহকারী শিক্ষক নিশিকান্ত নাথ, আব্দুর রহিম, মোস্তাফিজুর রহমান, রহিমা বেগম, নুরুন্নাহার, হুসনা বেগম, আব্দুল লতিফ, সাকি আক্তার, সাজনা বেগম, ছামির আলী, রফিকুল হক, মোস্তাক আহমদ, মমিনুল হক, মোহমানা বেগম, সুলতানা পারভিন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here