খবর ৭১: ওমরাহ পালন করতে সৌদি আরব যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইতোমধ্যেই দেশ ছেড়েছেন তিনি।
বিভিন্ন সূত্রানুযায়ী জানা যায়, গত রাতে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন সাকিব। ওমরাহ আদায় করে আগামী ৬ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা বিশ্বসেরা এই অলরাউন্ডারের। ৭ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সাকিব মাঠে থাকবেন বলেও ধারণা করা হচ্ছে।
এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছিলেন সাকিব। দলটির অধিনায়কও তিনি। ব্যাটে-বলে উজ্জ্বল সাকিবে ভালো করছে তার দলও, ইতোমধ্যেই নিশ্চিত করেছে প্লে অফ। তবে প্লে অফের লড়াইয়ে নামার আগেই মানসিক শান্তি পেতে আল্লাহর ঘরে যাচ্ছেন সাকিব।
বছর দুয়েক আগে এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানিয়েছিলেন, ‘হজ-ওমরাহ পালনে তিনি মানসিকভাবে প্রশান্তি লাভ করেন।’ একই সময়ে সাকিব দাবি করেছিলেন, ‘তার জীবনধারা পরিবর্তনে হজের ভূমিকা অপরিসীম।’ সুবাদে সুযোগ পেলেই বাইতুল্লাহর পথে রওনা দেন সাকিব।