ভোজ্যতেলে ভ্যাট অব্যাহতির মেয়াদ ফের বাড়লো

0
207

খবর ৭১: ভোজ্যতেলে ভ্যাট অব্যাহতির মেয়াদ ফের বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী এপ্রিল পর্যন্ত সয়াবিন ও পাম তেলে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ ভোজ্যতেলে ভ্যাট অব্যাহতি সুবিধা ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মূলত বাজারে সয়াবিন তেল ও পাম তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এ সুবিধা দেয়া হচ্ছে।

এর আগে গত বছরের ১৪ মার্চ সয়াবিন ও পাম তেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায় পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ করে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। এর মাত্র দুইদিন পরেই ভোজ্যতেল আমদানি পর্যায়ে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হয়। সে সময়ে এ নির্দেশের মেয়াদ ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। পরে গেল ৩ জুলাই সে মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করে এনবিআর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here