খবর৭১ঃ কানাডায় সিরিজ ছুরি হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
দেশটির মধ্যাঞ্চলীয় দুটি এলাকার অন্তত ১৩টি জায়গায় দুই ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। বিবিসি, সিএনএন ও আলজাজিরার।
জেমস স্মিথ ক্রি নেশনের আদিবাসী সম্প্রদায় এবং সাসকাচোয়ান প্রদেশের নিকটবর্তী শহর ওয়েলডনে স্থানীয় সময় রোববার ভোর থেকে এ তাণ্ডব শুরু করে দুই সন্ত্রাসী।
পুলিশ দুই ঘাতকের ছবি প্রকাশ করে তাদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, দুই ঘাতকের নাম ডেমিন সেনডারসন (৩১) ও মাইলস সেনডারসন (৩০)। তবে তারা সম্পর্কে দুই সহোদর কিনা তা জানতে পারেনি পুলিশ।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, সিরিজ এ ছুরি হামলাগুলো ‘ভয়াবহ ও হৃদয়বিদারক’ এবং সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
টুইটারে তিনি লেখেন— ‘হামলায় যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন, আমি তাদের সমবেদনা জানাচ্ছি।
পুলিশ জানিয়েছে, এ দুই ব্যক্তিকে সর্বশেষ প্রাদেশিক রাজধানী রেজিনাতে একটি কালো নিসান গাড়িতে ভ্রমণ করতে দেখা গেছে।
হামলার পর সাসকাচোয়ানের পুলিশ প্রদেশজুড়ে বিপজ্জনক ব্যক্তিদের সম্পর্কে একটি সতর্কতা জারি করেছে। পরে প্রতিবেশী আলবার্টা ও ম্যানিটোবার কর্তৃপক্ষও একই পদক্ষেপ নেয়।
এ ছাড়া আড়াই হাজার জনসংখ্যার জেমস স্মিথ ক্রি নেশন অঞ্চলেও স্থানীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।