খবর৭১ঃ জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির(ডিআরইউ) স্থায়ী সদস্য সাংবাদিক এম.এ.বাকী-র আব্বা আলহাজ্ব মোঃ মজিবুর রহমান গত ১০ জুলাই রবিবার পবিত্র কোরবানী ঈদের দিন দুপুর ১.০৫ মিনিটে মগবাজারস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ১০ বছর যাবত প্যারালাইসড হয়ে অসুস্থ ছিলেন। মোঃ মজিবুর রহমান টি এন্ড টি-র কর্মকর্তা ছিলেন। তিনি ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। বাদ মাগরিব জানাজা শেষে মরহুমকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়ায়। ২০২১ সালের ২৭ এপ্রিল এম.এ.বাকী’র আম্মা ইন্তেকাল করেছেন। বিজ্ঞপ্তি