খবর৭১ঃ প্রবাসী আয় কমার সঙ্গে আমদানি বৃদ্ধি পাওয়ায় দেশে মার্কিন ডলারের চরম সংকট সৃষ্টি হয়েছে। ফলে দিন দিন বেড়েই চলেছে ডলারের দাম। এর ফলে ডলারের বিপরীতে কমছে টাকার মান।
কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে মঙ্গলবার ডলার বিক্রি করেছে ৯৩ টাকা ৪৫ পয়সা দরে। একদিন আগেও এ দাম ছিল ৯২ টাকা ৯৫ পয়সা। সেই হিসাবে এক দিনের ব্যবধানে টাকার মান কমলো ৫০ পয়সা।
আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারে কিনতে খরচ করতে হচ্ছে ৯৩ টাকা ৪৫ পয়সা। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক সরকারি আমদানি বিল মেটাতে এ দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে। নিয়ম অনুযায়ী এটিই ডলারের আনুষ্ঠানিক দর।
একদিন আগেও এক ডলার বিক্রি হয়েছে ৯২ টাকা ৯৫ পয়সায়। আর গত মাসের শুরুর দিকে এই দর ছিল ৮৬ টাকা ৪৫ পয়সা। সে হিসাবে এক মাসের ব্যবধানে টাকার মান কমলো ৭ টাকা।