খবর৭১ঃ
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পেঁয়াজবাহী একটি ট্রাক উল্টে হেলপারসহ অন্তত চারজন আহত হয়েছেন।
সোমবার বিকাল পাঁচটার দিকে মাওয়া প্রান্তের উত্তর ভায়াডাক্টে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় সেতুর অ্যাপ্রোচ সড়কের স্টিলের রেলিং ক্ষতিগ্রস্ত হয়। রাস্তায় ছড়িয়ে পড়ে পেঁয়াজ। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশের রেকার এসে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি জাজিরা প্রান্ত থেকে পদ্মা সেতু পার হয়ে আসছিল। মাওয়া প্রান্তে নামার পথে সেতুর ঢালে হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে চারজন আহত হন।
ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ সদস্য জানান, দ্রুত গতিতে গাড়িটি আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। চারজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ট্রাকেই ছিলেন পেঁয়াজের মালিক সাহেদ। তিনি বলেন, ‘ফরিদপুর থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলাম। সেতুর মাওয়া প্রান্তে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।’