পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় চিংড়ি ঘেরের বাসায় হামলা চালীয়ে বাসাবাড়ি ভাংচুর করে ঘেরমালিককে পিটিয়ে হাত পা ভেঙ্গে দিয়ে ঘেরের বাঁধকেটে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি শুক্রবার রাতে উপজেলার লতা ইউনিয়নের বাইনচাপড়া গ্রামে। এঘটনায় রোবার থানায় মামলা হয়েছে। অভিযোগে জানাগেছে, উপজেলার হানিরআবাদ গ্রামের রুবেল মীরেরর সাথে পার্শবর্তি বাইনচাপড়া গ্রামে নূরুল ইসলাম গাজীর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। মামলার বাদী মোঃ নূরুল ইসলাম গাজী জানান, গত শুক্রবার রাতে আমার ভাই কামরুল ইসলাম(৪০) নিজিস্ব লীজ ঘেরের বাসায় ঘুমিয়ে ছিলো। এ সময় রাত দেড়টার দিকে প্রতিপক্ষ রুবেল মীর, তুহিন হাওলাদার, রফিকুল হাওলাদার, হানিফ মীর সহ ২০/২৫ জন লীজ ঘেরে হামলা চালীয়ে আমার ভাই কামরুলকে পিটিয়ে হাত পাঁ ভেঙ্গে ফেলে রাখে। এ সময় লীজ ঘেরের বাসা ভাংচুর, মাছ ধরে ও বাঁধ কেটে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে। কামরুলের ডাক চিৎকারে পার্শবর্তি লোক জন এসে তাকে উদ্ধার করে। পরে স্থানীয় ভাবে ডাক্তার প্রাথমিক চিকিৎসার সময় তার পরামর্শে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার দুটি হাত ভেঙ্গে গেছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, এজার পেয়েছি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।