সৈয়দপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

0
220

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর :
নীলফামারীর সৈয়দপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব-১৭) শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেলে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই টূর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন
প্রধান অতিথি জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বেলুন ও কবুতর উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো.শামীম হুসাইন। টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় অংশ গ্রহনকারী ফুটবল দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন ও শুভেচ্ছা বিনিময় করেন প্রধান অতিথি রাবেয়া আলীম এমপি। এসময় অন্যান্যদের মধ্যে সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মো. শাবাব আসফাক (অনিক), টুর্ণামেন্টে পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আল মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার হাসান আলী, উপজেলা হিসাবরক্ষণ অফিসার গৌরাঙ্গ প্রসাদ রায়, উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ, পৌর প্যানেল মেয়র -১ শাহিন হোসেন, কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার, কাশিরাম বেলপুকুর ইউপি চেয়ারম্যান লালচু হাসান চৌধুরী, খাতামধুপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা বাবু পাইলট, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব আনওয়ারুল হক শাহাজী, পৌর কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীনসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। গতকাল টুর্ণামেন্টের দুইটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় সৈয়দপুর পৌরসভা ফুটবল দল ২-০ গোলে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় খাতামধুপুর ইউনিয়ন দল টাইব্রেকারে ৪-২ গোলে কামারপুকুর ইউনিয়ন দলকে হারিয়েছে।

খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. শরিফুল ইসলাম। সহকারি রেফারী ছিলেন, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুস সালাম মন্ডল এবং আলফারুক একাডেমির সহকারি শিক্ষক মোতালেব হোসেন। চতুর্থ রেফারী ছিলেন সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম মোস্তফা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here