খবর৭১ঃ রাশিয়ান কর্তৃপক্ষ রুশপন্থী একটি নতুন পাঠ্যক্রম চালু করার জন্য ইউক্রেনের দখলকৃত শহর মারিউপোলের পাবলিক স্কুলের শিক্ষকদের জোর করে প্রশিক্ষণ দিচ্ছে।
ইউক্রেনের একজন কর্মকর্তার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে।
পেট্রো আন্দ্রিয়ুশচেঙ্কো নামে ওই কর্মকর্তা টেলিগ্রাম অ্যাপে বলেছেন, মে মাসের শেষ দিকে রাশিয়া দখলকৃত শহরগুলোর প্রতিটি জেলায় চারটি স্কুল খোলার পরিকল্পনা করেছে। ওই স্কুলগুলোতে সেপ্টেম্বরেই রাশিয়ান পাঠক্রম চালু হবে বলেও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ওই স্কুলগুলোতে শুধু রাশিয়ান সাহিত্য, ইতিহাস ও অংক পড়ানো হবে।
এদিকে রাশিয়ার দখলকৃত শহরগুলোতে এখনো হাজার হাজার মানুষ বিদ্যুৎ, পানি ও গ্যাসের সরবরাহ পাচ্ছে না।