লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

0
265

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (৩০ এপ্রিল) বিকেলে শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ মাঠে ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থ মানুষের হাতে ওই ঈদ সামগ্রী তুলে দেন।
লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন
(হেড কোয়ার্টার) ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক লায়ন আমিনুল হক
সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েল, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি লায়ন মো. আতাহার হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক লায়ন রেজাউল হক, লায়ন আলহাজ্ব মো. কফিল উদ্দিন চৌধুরী পৌর কাউন্সিলর লায়ন জোবায়দুল হক মিন্টু, লায়ন মো. জাবেদ আলী শেখ টিটু প্রমূখ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে পোলাওয়ের চাল, সেমাই, চিনি, গুঁড়ো দুধ, সোয়াবিন তেল। এছাড়াও অসহায় ও দুস্থ মানুষদের নগদ অর্থও প্রদান করা হয়।
অনুষ্ঠানে শহরের বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ প্রায় এক শ’ জনের মাঝে ওই ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here