খবর৭১ঃ দক্ষিণ ইউক্রেনের একজন কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ ইউক্রেনে রাশিয়ানদের জন্য একটি গুরুত্বপূর্ণ রেলসেতু উড়িয়ে দিয়েছে তাদের সেনারা।
ওডেসা সেনা প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাটচুক বলেন, বৃহস্পতিবার সকাল ৮টায় ইয়াকমিভকা গ্রামের কাছে অবস্থিত একটি রেলসেতু ধ্বংস করে দেওয়া হয়েছে।
ওডেসা সেনা প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাটচুক আরও জানান, দখলদাররা (রুশ সেনারা) এই সেতুটি ব্যবহার করে ক্রিমিয়া থেকে অস্ত্র ও জ্বালানি নিয়ে এসেছিল।
ধ্বংসপ্রাপ্ত ব্রিজটির একটি ছবি প্রকাশ হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে বিস্ফোরণ ঘটিয়ে রেলসেতুটির একটি অংশ ধসিয়ে দেওয়া হয়েছে।
এই রেলসেতুটি ক্রিমিয়ার সঙ্গে মেলিতোপোলের সংযোগ তৈরিকারী পথ ছিল।
রাশিয়ার সেনারা ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করার পর মেলিতোপোল দখল করে। মার্চের প্রথম থেকে মেলিতোপোল তাদের হাতেই আছে।
এদিকে এর আগে এপ্রিলের শুরুতে উত্তর ইউক্রেনে একটি গুরুত্বপূর্ণ সেতু উড়িয়ে দিয়েছিল ইউক্রেনের সেনারা।
তারা দাবি করেছিল, এ সেতুটি ব্যবহার করে নিজেদের সেনাদের পুনরায় রশদ পাঠিয়েছিল রাশিয়া।